Last Updated: Wednesday, April 2, 2014, 20:31
আগামী ৫ এপ্রিল মুম্বইতে অনুষ্ঠিত হবে ভারতের সবথেকে বড় সৌন্দর্য প্রতিযোগিতা মিস ইন্ডিয়া। তার আগে মঙ্গলবার সন্ধেয় ঘোষিত হল বিভিন্ন সাব কনটেস্টের বিজয়ীদের নাম। সাব কনটেস্ট বিচারকদের তালিকায় ছিলেন মিস ওয়ার্ল্ড চেয়ারপার্সন জুলিয়া মরলে, মিস ওয়ার্ল্ড ২০১৩ মেগান ইয়ং, ডিজাইনার ওয়েন্ডেল রডরিকস, প্রীতি সাহানি ও ওমর কুরেশি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্জুন কপূর, অক্ষয় কুমার, সিদ্ধার্থ মলহোত্রা, পুলকিত সম্রাটের মতো তারকরা।