Last Updated: Monday, March 17, 2014, 23:48
দয়াবান, সওদাগর, হিরো, পরদেশ। ছবির নাম শুনেই যে কেউ বলতে পারবেন মিলটা কোথায়। চারটেই সুভাষ ঘাইয়ের সুপারহিট ছবি। যেই চারটিতেই কাজ করেছিল ঘাইয়ের সেই ম্যাজিকাল এম ফ্যাক্টর। মাধুরী, মীনাক্ষি, মনীষা, মহিমা। চার অভিনেত্রীই সুভাষের লাকি ফ্যাক্টর হয়ে দেখা দিয়েছিলেন। এবারে সেই তালিকায় নতুন সংযোজন কাঞ্চি-র হিরোইন মিষ্টি।