Last Updated: Saturday, September 21, 2013, 13:26
ল্যান্ডফোনকে বিদায় জানিয়ে মোবাইল ফোন তো অনেককালের অভ্যাস করে ফেলেছেন। এ বার ফ্যাশান ডিজাইনার সিন মিলসের সৌজন্যে এ বার কিনতে তৈরি হয়ে যান জুতো ফোন। হ্যাঁ পায়ে যে জুতো পরছেন সেটাই দরকারে ফোন হিসাবে কাজে লাগান (দেখুন ছবিতে)। মজার কথা জুতো যে ফোনের সেট রাখা হয়েছে সেগুলো সব অব্যবহূত সেট। পুরনো সেটকে নতুন করে জুতো ফোন কামাল দেখাতে আসছে।