Moonwalk - Latest News on Moonwalk| Breaking News in Bengali on 24ghanta.com
এখনও স্বপ্নে অবিচল মুনওয়াক, হ্যাপি বার্থ ডে এম জে

এখনও স্বপ্নে অবিচল মুনওয়াক, হ্যাপি বার্থ ডে এম জে

Last Updated: Thursday, August 29, 2013, 15:02

২০০৯-এর জুন মাসের ২৫ তারিখের একটা অন্ধকার সকাল বয়ে এনেছিল তাঁর মৃত্যু সংবাদ। বিশ্বজুড়ে কোটি কোটি ভাক্তকে কাঁদিয়ে বড় অকালে চলে গিয়েছিলেন তিনি। কিন্তু তামাম বিশ্বের অগুণতি ভক্তদের মধ্যে আজও ভীষণ ভাবে বেঁচে আছেন তিনি। পৃথিবীতে যতদিন `মিউজিক` শব্দটা টিকে থাকবে ততদিন বেঁচে থাকবেন তিনি। তাঁর সৃষ্টি। পপ মিউজিক অথা পপ কালচারকে যিনি এককভাবে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দিয়েছেন আজ সেই কিংবদন্তীর জন্মদিন। বেঁচে থাকলে আজ ৫৫-তে পা দিতেন মাইকেল জ্যাকসন।