Last Updated: Friday, November 22, 2013, 23:38
খদ্দের সেজে সোনার দোকানে ঢুকে নেকলেস চুরি করে পালালেন এক মহিলা। দোকান মালিক যখন জানতে পারলেন, ততক্ষণে অপারেশন সারা। দোকানের সিসিটিভি ক্যামেরায় চুরির পুরো ভিডিও ফুটেজ ধরা পড়েছে। সেখানে দেখা যাচ্ছে, আজ দুপুর বারোটা তেতাল্লিশ মিনিটে বোরখা পড়া এক মহিলা সোনার দোকানে ঢোকেন। সঙ্গে একজন পুরুষ ও বছর পাঁচেকের দুটি মেয়ে। নিরাপত্তারক্ষী তখন চা আনতে গিয়েছেন। একা দোকান সামলাচ্ছিলেন মালিক সনৎ কুমার সরকার। দোকানে ঢুকে মহিলা নেকলেসের শোকেসের গা ঘেঁষে দাঁড়িয়ে পড়েন। মালিক আসতেই তাঁকে মাকড়ি দেখাতে বলেন। মালিক পিছন ফিরে মাকড়ি আনতে যেতেই শুরু হয়ে যায় হাতের খেল। দু-তিনবারের চেষ্টায় শোকেসের কাচ কিছুটা সরিয়ে ফেলেন মহিলা। এই কীর্তি অন্য কেউ দেখে ফেলছে কিনা, পাশের পুরুষ সঙ্গী তখন তার তদারকিতে ব্যস্ত। সিসিটিভি ফুটেজে স্পষ্ট ধরা পড়েছে সেই ছবি।