Last Updated: Sunday, May 26, 2013, 11:15
প্রথম বারের জন্য আইপিএল চ্যাম্পিয়ন হল মুম্বই ইন্ডিয়ান্স। আজ ইডেনে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে আইপিএল সিক্স চ্যাম্পিয়ন হল মুম্বই।
স্পট ফিক্সিং কাণ্ডে টালমাটাল পেপসি আইপিএল। আইপিএলের ভবিষ্যৎ এখন প্রশ্নের মুখে। পুলিসের স্ক্যানারের তলায় প্রতিটি দল। ভারতীয় ক্রিকেটের একচ্ছত্র অধিপতি বিসিসিআই প্রধান শ্রীনিবাসনের চেয়ার নড়বড়ে। জেলে তাঁর আদরের জামাই চেন্নাই সুপার কিংসের একদিন আগে প্রাক্তন হয়ে যাওয়া সিইও গুরুনাথ মায়াপ্পান। রোজ নতুন নতুন ক্রিকেটারের নাম উঠে আসছে গড়াপেটা কাণ্ডে। কেন্দ্রও নতুন আইন আনার পথে। বি কোম্পানি থেকে বলিউডি কানেকশন, উপস্থিত সব ধরনের মুচমুচে উপাদানই। এই সব কিছুর মধ্যেই আজ ইডেনে এবারের আইপিএলের শেষ ম্যাচ। ফাইনাল। মুখোমুখি মুম্বই ইন্ডিয়নস এবং শ্রীনির চেন্নাই সুপার কিংস।