Last Updated: Wednesday, December 4, 2013, 15:58
খুনের নৃশংসতার আরও এক নজির তৈরি করলেন মুম্বইয়ের গিরীশ কোটে। নিজের স্ত্রীকে খুন করার পর তিন টুকরো করে ফেলে ২৭ বছর বয়সের কোটে। গিরীশ কোটে নামের অভিযুক্ত স্বামী তাঁর স্ত্রীকে প্রথম ছুরি মেরে খুন করেন। এরপর নিজেকে বাঁচাতে স্ত্রী মধুবন্তীর দেহকে তিন টুকরো করে কেটে ফেলে গিরীশ। স্ত্রী-এর মৃতদেহের দুটো টুকরো গিরীশ রাখে ফ্রিজ, বাকি টুকরোটা রাখে বেডরুমে।