Last Updated: June 30, 2014 16:56

মুম্বইয়ের আইনজীবী পল্লবী পুরকায়স্থ হত্যা মামলায় বহুতলের নিরাপত্তারক্ষীকেই দোষী সব্যস্ত করল মুম্বইয়ের একটি দায়রা আদালত। অভিযুক্ত সাজ্জাদ মুঘল বিনা অনুমতিতে প্রবেশ, ধর্ষণের চেষ্টা ও খুন, তিনটি ক্ষেত্রেই দোষী সব্যস্ত হয়েছে।
জুলাই মাসের ৩ তারিখ এই মামলার সাজা ঘোষণা হবে।
সাজা ঘোষণার পরেই পল্লবীর বাবা-মা দোষীর মৃত্যু দণ্ডের দাবি জানিয়েছেন।
২০১২ সালে ৯ অগাস্ট মুম্বইয়ের ওয়াডলার বহুতল `হিমালয়ান হাইটস` -এর নিরাপত্তা রক্ষী সাজ্জাদ মুঘল ধর্ষণের চেষ্টায় বাধা দেওয়ার কারণে খুন করে পল্লবীকে।
ঘটনার দিন আদতে জম্মু-কাশ্মীরের বাসিন্দা বছর বাইশের মুঘল, পল্লবীর অনুপস্থিতে ডুপ্লিকেট চাবি দিয়ে তাঁর ফ্ল্যাটে ঢুকে পড়ে। পল্লবী বাড়ি ফিরলে তাঁর উপর ঝাপিয়ে পড়ে তাঁকে ধর্ষণের চেষ্টা করে। পল্লবী বাধা দেওয়ার চেষ্টা করলে ছুরি দিয়ে তাঁকে কুপিয়ে খুন করে মুঘল।
First Published: Monday, June 30, 2014, 16:56