Last Updated: Sunday, August 25, 2013, 10:03
মুম্বইয়ে চিত্র সাংবাদিককে গণধর্ষণে অভিযুক্ত চতুর্থ অভিযুক্তকে গ্রেফতার করল পুলিস। শনিবার রাতে কাসিম বাঙালি নামের সেই অভিযুক্তকে পুলিসি হেফাজতে নেওয়া হয়েছে। চিত্র সাংবাদিককে গণধর্ষণে যে পাঁচজন অভিযুক্তর নাম উঠেছিল, কাসিমের তাদের মধ্যে সবচেয়ে বেশি। অভিযোগ সেই চিত্র সাংবাদিককে দুবার `ধর্ষণ` করে কাসিম। পুরো ধর্ষণকাণ্ডের মূল পাণ্ডা এই কাসিমই বলে মনে করা হচ্ছে।