Last Updated: Saturday, May 5, 2012, 16:08
রাজ্যের ছ`টি পুরসভার আসন্ন নির্বাচনে ভেস্তে গেল শাসক জোটের সমঝোতার সম্ভাবনা। সবকটি পুরসভাতেই এককভাবে লড়াই করছে কংগ্রেস ও তৃণমূল। জেলা স্তরে জোটপ্রক্রিয়া ভেস্তে যাওয়ার পরে দুই দলেরই প্রদেশ নেতৃত্ব একক লড়ার সিদ্ধান্তে সবুজ সঙ্কেত দিয়েছেন। জোট ভাঙার দায় একে অপরের ঘাড়ে চাপিয়েছে দুদলই।