Last Updated: Wednesday, March 5, 2014, 22:04
বিদেশে কোথায় হবে আইপিএল? বুধবারও বোর্ডের বৈঠকে সিদ্ধান্ত হল না। তবে সপ্তম আইপিএলের ষাট থেকে সত্তর শতাংশ ম্যাচ ভারতেই হবে। বৈঠকে এমনই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন আইপিএল চেয়ারম্যান রঞ্জিব বিসওয়াল। আইপিএল যেহেতু একটি ঘরোয়া টুর্নামেন্ট সেই জন্য ভারতেই বেশিরভাগ ম্যাচ করাতে চাইছে বোর্ড বলে জানিয়েছেন আইপিএল চেয়ারম্যান। তাহলে তিরিশ শতাংশ ম্যাচ কোথায় হবে?