কোন দেশে ঠাঁই হবে আইপিএল-এর সপ্তম সংস্করণের? বুধবারও মিলল না জবাব

কোন দেশে ঠাঁই হবে আইপিএল-এর সপ্তম সংস্করণের? বুধবারও মিলল না জবাব

কোন দেশে ঠাঁই হবে আইপিএল-এর সপ্তম সংস্করণের? বুধবারও মিলল না জবাববিদেশে কোথায় হবে আইপিএল? বুধবারও বোর্ডের বৈঠকে সিদ্ধান্ত হল না। তবে সপ্তম আইপিএলের ষাট থেকে সত্তর শতাংশ ম্যাচ ভারতেই হবে। বৈঠকে এমনই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন আইপিএল চেয়ারম্যান রঞ্জিব বিসওয়াল। আইপিএল যেহেতু একটি ঘরোয়া টুর্নামেন্ট সেই জন্য ভারতেই বেশিরভাগ ম্যাচ করাতে চাইছে বোর্ড বলে জানিয়েছেন আইপিএল চেয়ারম্যান। তাহলে তিরিশ শতাংশ ম্যাচ কোথায় হবে?

বুধবার লোকসভা নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। নির্বাচনের সময় যদি আইপিএল ভারতে হয় তাহলে সরকার নিরাপত্তা দিতে পারবে না বলে আবারও জানিয়ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্দে।সেক্ষেত্রে ষোলই মে ভোটগণনার পর ভারতে হতে পারে আইপিএলের বাকি ম্যাচগুলি। এদিকে বোর্ড সুত্রের খবর আইপিএল করার ক্ষেত্রে দক্ষিণ আফ্রিকাকে তালিকা থেকে বাদ দিয়ে দিয়েছে বিসিসিআই । কেন না গোটা টুর্নামেন্টাই আয়োজন করতে চাইছে দক্ষিণ আফ্রিকা বোর্ড। কিন্তু তাতে রাজি নয় ভারতীয় বোর্ড। সেক্ষেত্রে বোর্ডের দুটি পছন্দের দেশ হল সংযুক্ত আমিরশাহি এবং বাংলাদেশ।

First Published: Wednesday, March 5, 2014, 22:04


comments powered by Disqus