Last Updated: Saturday, September 7, 2013, 19:48
চন্দ্রলোকের উদ্দেশে পাড়ি দিল নাসার নতুন মহাকাশযান লাডি। ভার্জিনিয়ার ওয়ালপস দ্বীপ থেকে শুক্রবার রওনা হয় মানুষহীন ওই মহাকাশযান। চাঁদের বায়ুস্তর এবং ধুলিকণা নিয়ে অজানা প্রশ্নের উত্তর খুঁজতেই নাসার এই নতুন অভিযান।