Last Updated: Tuesday, January 21, 2014, 11:37
লোকসভা নির্বাচনের আগে জেন সম্প্রদয়কে সংখ্যালঘু ঘোষনা করল ইউপিএ সরকার। এই ঘোষনার ফলে জাতীয় সংখ্যালঘুর হিসেবে তকমা পেল জৈন সম্প্রদায়। বহুদিন ধরেই সংখ্যালঘু তকমা পাওয়ার দাবি জানিয়েছিলেন দেশের সত্তর লক্ষ জৈন সম্প্রদায়ভুক্ত মানুষ. সংখ্যালঘু উন্নয়ন বিষয়ক মন্ত্রী রহমান খান ও কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধী লোকসভা নির্বাচনের মাত্র কয়েক মাস আগে এই ঘোষনা করলেন।