Naitital - Latest News on Naitital| Breaking News in Bengali on 24ghanta.com
বরফে ঢেকেছে নৈনিতাল, উত্তরভারত জুড়ে শীতের তাণ্ডব

বরফে ঢেকেছে নৈনিতাল, উত্তরভারত জুড়ে শীতের তাণ্ডব

Last Updated: Saturday, January 11, 2014, 22:37

তুষারপাত চলছিল বেশ কয়েকদিন ধরেই। মাঝখানে দুদিন একটু বন্ধ ছিল। আজ ভোর থেকে আবার নতুন করে বরফে ঢেকেছে নৈনিতাল। পথঘাট পুরো ঢেকে গিয়েছে বরফে। পেঁজা তুলোর মতো বরফ জমেছে গাছের পাতাতেও। আর এই উপলক্ষেই ভিড় জমেছে উত্তরাখণ্ডের এই টুরিস্ট স্পটে।