Last Updated: January 11, 2014 22:37

তুষারপাত চলছিল বেশ কয়েকদিন ধরেই। মাঝখানে দুদিন একটু বন্ধ ছিল। আজ ভোর থেকে আবার নতুন করে বরফে ঢেকেছে নৈনিতাল। পথঘাট পুরো ঢেকে গিয়েছে বরফে। পেঁজা তুলোর মতো বরফ জমেছে গাছের পাতাতেও। আর এই উপলক্ষেই ভিড় জমেছে উত্তরাখণ্ডের এই টুরিস্ট স্পটে।
উত্তরভারত জুড়ে ঠাণ্ডার দাপট চলছেই। প্রবল ঠান্ডায় উত্তরপ্রদেশে তিনজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুজন মারা গেছেন উত্তরপ্রদেশের গাজিপুরে। বারাবাঁকি জেলায় মৃত্যু হয়েছে একজনের। উত্তরপ্রদেশের মধ্যে শীতলতম হল নাজিবাদ।
ঠাণ্ডার দাপট চলছে রাজস্থানে। রাজস্থানের সুভাষ নগর এলাকায় একজনের মৃত্যু হয়েছে। আজ মাউন্ট আবুর তাপমাত্রা ছিল দু ডিগ্রি সেলসিয়াস। চুরুর তাপমাত্রা ঘোরাফেরা করেছে দুই ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। দুদিন বন্ধ থাকার পর আজই খুলেছে শ্রীনগর -জম্মু জাতীয় সড়ক। পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়ে তাপমাত্রার পারদ নেমেছে। সকালেরদিকে ঘন কুয়াশা থাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে। কুয়াশার ফলে শনিবার ২৫ মিনিট দেরিতে ছাড়ে আজমেঢ়-জব্বলপুর এক্সপ্রেস।
First Published: Saturday, January 11, 2014, 22:37