Last Updated: Monday, May 28, 2012, 20:33
পাঁচ বছরের খরা কাটিয়ে প্রথম বারের জন্য আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে কেকেআর। আর জিতেই কলকাতায় আসছে গম্ভীর বাহিনী। তাই নাইটদের সংবর্ধনায় মিষ্টিমুখ তো চাই-ই-চাই। তবে কিং খানের অভ্যর্থনার জন্য মুখ্যমন্ত্রীর ভরসা উত্তর কলকাতার নামী মিষ্টান্ন প্রতিষ্ঠান নকুড়।