Last Updated: May 28, 2012 20:33

পাঁচ বছরের খরা কাটিয়ে প্রথম বারের জন্য আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে কেকেআর। আর জিতেই কলকাতায় আসছে গম্ভীর বাহিনী। তাই নাইটদের সংবর্ধনায় মিষ্টিমুখ তো চাই-ই-চাই। তবে কিং খানের অভ্যর্থনার জন্য মুখ্যমন্ত্রীর ভরসা উত্তর কলকাতার নামী মিষ্টান্ন প্রতিষ্ঠান নকুড়। মহাকরণ থেকে বরাত পাওয়ার পরেই, নাইটদের জার্সির রঙে এবং প্রতীকে সাজছে পেল্লাই কেক-সন্দেশ। আগামিকাল এই সন্দেশেই মিষ্টিমুখ করবেন কিং খান এবং কলকাতার নাইটরা।

মঙ্গলবার কলকাতায় হুড খোলা জিপে শহর পরিক্রমা করবে নাইটরা। তারপর ইডেনে সংবর্ধনায় এই রাজকীয় কেক-সন্দেশ দিয়েই মিষ্টিমুখ সারবেন কিং খানের টিম। মহাকরণ থেকে ক্ষীরের কেক-সন্দেশের বায়না পৌঁছতেই পুরোদমে তোড়জোড় শুরু হয়ে গেছে নকূড়ের রন্ধনশালায়। সোনালি-বেগুনি রঙের কেকের ওপর লেখা থাকবে কলকাতা নাইট রাইডার্সের আর স্লোগানের সঙ্গে লেখা থাকতে পারে বিশেষ কোনও মেসেজও।
শুধু মনোহরী কেক-সন্দেশই নয়। বাদশার মিষ্টি মুখের আয়োজনও এলাহী। নকুড়ের ভাণ্ডারেই তৈরি হচ্ছে বাদশাহী মিঠাই। বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর এবং তাঁর চক দে বাহিনীকে আপ্যায়ণে বিন্দুমাত্র ত্রুটি রাখতে চায় না কলকাতা। সোমবার রাতেই কলকাতা পৌঁছচ্ছে গম্ভীর বাহিনী।
First Published: Monday, May 28, 2012, 20:33