Last Updated: Wednesday, December 11, 2013, 15:58
``না না, আমি কাউকে ধর্ষণ করিনি। তবে ওর সঙ্গে আমার শারীরিক সম্পর্ক ছিল। আমরা দুজনে সম্মতিসূচক যৌন সম্পর্কে (consensual sex) মিলিত হয়েছি।`` সুরাটের এক মহিলার আনা ধর্ষণের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হওয়ায় নারায়ণ সাঁই গুজরাট পুলিসের কাছে এমন কথাই বললেন।