Last Updated: December 11, 2013 15:58

``না না, আমি কাউকে ধর্ষণ করিনি। তবে ওর সঙ্গে আমার শারীরিক সম্পর্ক ছিল। আমরা দুজনে সম্মতিসূচক যৌন সম্পর্কে (consensual sex) মিলিত হয়েছি।`` সুরাটের এক মহিলার আনা ধর্ষণের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হওয়ায় নারায়ণ সাঁই গুজরাট পুলিসের কাছে এমন কথাই বললেন।
আসারাম বাপু আর তার ছেলের কীর্তি এবার ফাঁস হয়ে গেল। আসারাম বাপু-র ছেলে নারায়ণ সাঁই পুলিসি জেরার মুখে স্বীকার করে নিলেন আশ্রমের ৮ জন শিষ্যার সঙ্গে তিনি শারীরিক সম্পর্ক করেছেন।
সুরাটের পুলিস কমিশনার রাকেশ আসথানা বলেন, `নারায়ণ সাঁই কার্যত ধর্ষণের অভিযোগ স্বীকার করে নিয়েছেন। সঙ্গে নারায়ণ সাঁই একথাও বলছেন, আশ্রমের এক সেবিকার ছেলের বাবাও তিনি।`
এতদিন ধরে অভিযোগ ছিল আশ্রমে আসারাম আর তার পুত্র নারায়ণ ধর্মের ভয় দেখিয়ে মহিলাদের যৌন কার্যকলাপে বাধ্য করাতেন।
গত ৪ ডিসেম্বর গ্রেফতার করা হয় নারায়ণ সাঁইকে। প্রায় ৫৮ দিন ধরে পালিয়ে বেড়াচ্ছিলেন নারায়ণ সাই। দিল্লি-হরিয়ানা সীমানা থেকে গ্রেফতার করা হয় তাকে। নারায়ণ সাইয়ের বিরুদ্ধে ধর্ষণ,যৌন হেনস্থা এবং জোর করে আটকে রাখার অভিযোগ এনেছিলেন সুরাতের এক মহিলা। তারপর থেকেই গ্রেফতারি এড়াতে পালিয়ে বেড়াচ্ছিলেন নারায়ণ সাই।
স্বঘোষিত গডম্যান বাবা আসারামও জেলে বন্দি। ছেলের স্বীকারোক্তিতে বাবার হাজতাবাস আরও বেড়ে যাবে তাতে সন্দেহ নেই।
First Published: Wednesday, December 11, 2013, 15:58