Last Updated: Saturday, March 10, 2012, 19:10
`দ্যা ডার্টি পিকচার` ছবি দিয়ে শুধুমাত্র রূপোলি পর্দায় ঝড় তোলেননি এই শতকের `স্মিতা` বিদ্যা বালন। `সিল্ক` চরিত্রে তাঁর অনবদ্য অভিনয়ের জন্য হাতে তুলে নিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেত্রীর সম্মান। আর তাছাড়া বছরের শুরু থেকেই বাজিমাত করে সেরা অভিনেত্রীর বহু পুরস্কার ছিনিয়ে নিয়েছেন তিনি। সুজয় ঘোষ পরিচালিত তাঁর নতুন ছবি `কাহিনী` মুক্তির শুরুতেই জয় করছে দর্শকের মন। এক অন্তঃসত্ত্বা নারীর তাঁর স্বামীকে খোঁজার `কাহিনি`। ছবির পরিচালক জানিয়েছেন "কাহিনি আমার নয়, বিদ্যার ছবি। ছবির নায়কও বিদ্যাই।"