Last Updated: Tuesday, June 12, 2012, 22:40
দু`দিনের আলোচনার পর জারি করা যৌথ বিবৃতিতে বৈঠককে `ইতিবাচক` বলে বর্ণনা করলেন ভারত ও পাক প্রতিরক্ষা সচিব। পৃথিবীর উচ্চতম যুদ্ধক্ষেত্র থেকে সেনা প্রত্যাহারের বিষয়ে ঐকমত্য কিন্তু অধরাই থেকে গেল! তবে ২০০৩ সাল থেকে যুদ্ধবিরতি চলতে থাকা সিয়াচেন হিমবাহে স্থিতাবস্থা বজায় রাখতে সম্মত হয়েছে দু`পক্ষই।