Last Updated: Wednesday, March 21, 2012, 12:26
ওড়িশায় মাওবাদীদের হাতে পণবন্দি দুই ইতালীয় নাগরিকের মুক্তি নিয়ে অচলাবস্থা এখনও কাটেনি। বসচুসকো পোলো এবং ক্ল্যানডিও কোলানজিলোর মুক্তির বিষয়টি নিয়ে যথেষ্ট চাপে নবীন পট্টনায়েক সরকার। একদিকে আজই শেষ হচ্ছে শর্তপূরণের সময়সীমা। অন্যদিকে, দাবি পূরণের জন্য সরকারের ওপর চাপ বাড়িয়েই চলেছে মাওবাদীরা।