Last Updated: Friday, March 2, 2012, 16:19
গত বছর `বডিগার্ড` ছবির মুক্তির সময় অস্ত্রোপচারের জন্য আমেরিকায় যেতে হয়েছিল বলিউডের `হ্যান্ডসাম হাঙ্ক` সলমন খানকে। অস্ত্রোপচারের পর অনেকটাই সুস্থ হয়ে গিয়েছিলেন তিনি। কিন্তু সূত্রের খবর, আবার নার্ভের সমস্যার জন্য চোয়াল ব্যথায় ভুগছেন সল্লু।