Last Updated: Monday, June 9, 2014, 19:18
চলছিল মিস ইউএসএ প্রতিযোগিতা। ছয় ফাইনালিস্টের একজন ছিলেন নেভাদা প্রদেশের ২৪ বছরের নিয়া স্যাঞ্চজ। একটা উত্তর বদলে দিতে পারে যেখানে ভাগ্য। সেই সময়ই মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রয়োজনীয়তার প্রশ্নে ফোর্থ ডিগ্রি তাইকোন্ডু ব্ল্যাকবেল্ট নিয়া জবাব দেন, "মহিলাদের নিরাপত্তার প্রয়োজন নেই। তাঁদের মধ্যে সতর্কতা গড়ে তুলতে হবে, নিজেদেরই এমনভাবে প্রশিক্ষিত হতে হবে যাতে নিজেরাই নিজেদের নিরাপত্তা দিতে পারেন।"