Last Updated: June 9, 2014 19:18

চলছিল মিস ইউএসএ প্রতিযোগিতা। ছয় ফাইনালিস্টের একজন ছিলেন নেভাদা প্রদেশের ২৪ বছরের নিয়া স্যাঞ্চজ। একটা উত্তর বদলে দিতে পারে যেখানে ভাগ্য। সেই সময়ই মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রয়োজনীয়তার প্রশ্নে ফোর্থ ডিগ্রি তাইকোন্ডু ব্ল্যাকবেল্ট নিয়া জবাব দেন, "মহিলাদের নিরাপত্তার প্রয়োজন নেই। তাঁদের মধ্যে সতর্কতা গড়ে তুলতে হবে, নিজেদেরই এমনভাবে প্রশিক্ষিত হতে হবে যাতে নিজেরাই নিজেদের নিরাপত্তা দিতে পারেন।"
নিয়ার এই উত্তরই তাঁকে এনে দিয়েছে এ বছরের মিস ইউএসএ-র খেতাব। টানা ৩ ঘণ্টার প্রতিযোগিতায় লাল ইভনিং গাউনে তরতাজা নিয়ার বক্তব্য ছিল, "নিজেকেই আত্মবিশ্বাসী হয়ে নিজের রক্ষা করতে হবে।" এ দিন ফার্স্ট রানার আপ হন নর্থ ডাকোটা প্রদেশের ২০ বছরের অড্রা মোরি। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছেন জর্জিয়া, লুসিয়ানিয়া ও ফ্লোরিডার প্রতিনিধিরা। টুইটারে ভক্তদের ভোটে নির্বাচিত হয়ে ষষ্ঠ স্থান পেয়েছেন আইওয়া প্রদেশের প্রতিনিধি।
মার্কিন যুক্তরাষ্ট্রের ৫০টি প্রদেশ ও কলম্বিয়ার এক প্রতিনিধি অংশ নেন মিস ইউএসএ প্রতিযোগিতায়। সুইমসুট, ইভনিং গাউন ও ইন্টারভিউ রাউন্ডের মাধ্যমে বেছে নেওয়া হয়েছে বিজয়ী। গত বছরের বিজয়ী এরিন ব্র্যাডি নতুন বিজয়ীর মাথায় তুলে দেন সেরার শিরোপা। মিস ইউনিভার্স প্রতিযোগিতায় এউএসএ-র প্রতিনিধি নিয়া।
First Published: Monday, June 9, 2014, 19:21