Last Updated: Tuesday, February 11, 2014, 18:48
জাতিবিদ্বেষের জেরে নিডো তানিয়ামের হত্যাকে কেন্দ্র করে উত্তাল দেশ। সেই বিতর্কের মাঝেই ঘটে চলেছে একের পর এক উত্তর পূর্বাঞ্চলের যুবক-যুবতীর ওপর হামলার ঘটনা। নয়াদিল্লিতে ফের আক্রান্ত হয়েছেন উত্তরপূর্বাঞ্চলের এক বাসিন্দা। আজ ভোররাতে দক্ষিণ দিল্লির মেহরোলি এলাকায় মণিপুরের এক যুবকের ওপর ছুরি নিয়ে হামলা চালায় জনাকয়েক দুষ্কৃতী। গুরুতর আহত অবস্থায় সাকেত হাসপাতালে ভর্তি তিনি। লুঠপাটের জন্যেই ওই যুবকের ওপর হামলা চালানো হয় বলে দিল্লি পুলিসের তরফে জানানো হয়েছে।