Last Updated: February 8, 2014 18:17

সরকারের রদবদল হলেও রাজধানীর নারী সুরক্ষার চিত্রটা কিন্তু রয়ে গেছে একই রকম। ২০১২ ডিসেম্বরে তার যে বীভৎস স্বরূপ প্রকাশ পেয়েছিল তার পুনরাবৃত্তির বাস্তব বারবার দিল্লির রাজপথকে ক্ষতবিক্ষত করেছে। আজ সেই নৃশংসতার আরও এক নজির পাওয়া গেল। দিল্লির মুনরিকায় শনিবার মণিপুরের এক নাবালিকা ধর্ষিত হল। অভিযোগ যে বাড়িতে মেয়েটি ভাড়া থাকত সেই বাড়ির বাড়িওয়ালার ছেলেটির কাছে ধর্ষিত হয়েছে মেয়েটি।
আজ সকালে মেয়েটি যখন বাড়িতে একা ছিল তখনই সে ধর্ষণের শিকার হয় বলে অভিযোগ।
পুলিস স্টেশনে আজ সকালেই অভিযোগ দায়ের করে নিগৃহীতা কিশোরী। পুলিস অভিযুক্তকে গ্রেফতার করেছে।
ইতিমধ্যে, দিল্লিতে পড়তে আসা উত্তর-পূর্বাঞ্চলের ছাত্র-ছাত্রীরা বসন্ত বিহার পুলিস স্টেশনের সামনে এই ঘটনার প্রতিবাদ জানান।
দিল্লির মহিলা কমিশনের প্রধান বরখা সিং এই ঘটনার অতন্ত্য লজ্জাজনক বলে মন্তব্য করেছে। তিনি জানিয়েছেন নিগৃহীতা কিশোরী এখন বিপদ মুক্ত।
মাত্র একদিন আগেই দু`জন মনিপুরী তরুণী অভিযোগ জানান দিল্লির কোটলা মুবারকপুর অঞ্চলে বেশ কিছু ব্যক্তি তাঁদের শ্লীলতাহানি করে।
তার আগে নিডো তানিয়ামের হত্যার প্রতিবাদে উত্তাল হয় দিল্লির রাজপথ।
First Published: Saturday, February 8, 2014, 18:17