Last Updated: Wednesday, April 18, 2012, 11:00
প্রতিরক্ষা বিশেষজ্ঞদের অধীর আগ্রহের মধ্যে বুধবার পরমাণু অস্ত্র বহনে সক্ষম `ভূমি থেকে ভূমি` ক্ষেপণাস্ত্র অগ্নি-৫-এর পরীক্ষামূলক উত্ক্ষেপণ করতে চলেছে ভারতীয় প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিআরডিও। ৫,০০০ কিলোমিটার পর্যন্ত দূরের লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম এই মিসাইল`টি ওড়িশার বালাসোরের কাছে হুইলার দ্বীপের `ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ`(আইটিআর)-এর চতুর্থ `লঞ্চিং প্যাড` থেকে উত্ক্ষেপণ করা হতে পারে বলে ডিআরডিও-র তরফে ইঙ্গিত মিলেছে।