Last Updated: Sunday, September 2, 2012, 23:13
জয়েন্টের ই-কাউন্সেলিংয়ের বিভ্রাটের অভিযোগের পর ল্যাটেরাল ভর্তিতে পুরনো নিয়মেই ফিরে গেল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এক্ষেত্রে অনলাইন কাউন্সেলিং না করার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। জয়েন্ট্র এন্ট্রান্সে ইঞ্জিনিয়ারিংয়ে বিপুল সংখ্যক আসন ফাঁকা থাকায় ই-কাউন্সেলিংকেই দায়ী করেছিল বিভিন্ন মহল। তবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের দাবি, অল্প সংখ্যক পরীক্ষার্থী হওয়াতেই এই অন লাইন কাউন্সেলিং করা হচ্ছে না।