Last Updated: Saturday, February 25, 2012, 18:04
বেআইনি করাত কল বন্ধের অভিযান ঘিরে বনমন্ত্রী এবং প্রধান মুখ্য বনপালের সংঘাত চরমে উঠল। মহাকরণে মুখ্যমন্ত্রীর কাছে বনমন্ত্রী নালিশ জানানোর পরই, হিতেন বর্মনের বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলছেন প্রধান মুখ্য বনপাল এম এ সুলতান। অন্যদিকে পাল্টা কৌশল নিলেন বনমন্ত্রী। প্রধান মুখ্য বনপাল-সাধারণ পদে তুলে আনা হল অতনু রাহাকে।