অতনু রাহার চিঠিতে বিবাদ

অতনু রাহার চিঠিতে বিবাদ

অতনু রাহার চিঠিতে বিবাদপ্রধান মুখ্য বনপালের দায়িত্ব ঠিক করতে এবার মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন এম এ সুলতান। সম্প্রতি প্রধান মুখ্য বনপাল (সাধারণ) অতনু রাহা, দফতরের অন্য আধিকারিকদের চিঠি দিয়ে বলেন, সব ফাইল তাঁর কাছে আনতে হবে। এরপর গতকাল প্রধান মুখ্য বনপাল এম এ সুলতান অতনু রাহাকে একটি চিঠি দেন। যেখানে তিনি বলেন, প্রধান মুখ্য বনপাল (সাধারণ) নয়, প্রধান মুখ্য বনপালের পদই শীর্ষপদ। তাই তিনিই এই ক্ষমতার অধিকারী। সেই চিঠির প্রতিলিপি তিনি পাঠান মুখ্যমন্ত্রী, মুখ্যসচিব, বনমন্ত্রী এবং বন দফতরের প্রধান সচিবের কাছে।

First Published: Saturday, March 10, 2012, 20:00


comments powered by Disqus