Last Updated: Wednesday, January 16, 2013, 11:54
নিয়ন্ত্রণ রেখায় দুই ভারতীয় সেনার নৃশংস হত্যার পর পাল্টা চাপের রাস্তায় পাকিস্তান। চাপে পড়ে দিল্লির বিরুদ্ধে যুদ্ধবাজের মতো আচরণের অভিযোগ করেছেন পাক বিদেশমন্ত্রী হিনা রব্বানি খার। নিউইয়র্কে তাঁর মন্তব্য, দিল্লির সঙ্গে আলোচনার মাধ্যমেই সমস্যা মেটাতে চায় ইসলামাবাদ। নিউ ইয়র্কে এশিয়া সোসাইটিতে এই মন্তব্য করেন খার। চলতি মাসে দুই ভারতীয় সেনাকে নৃশংস হত্যা অস্বীকার করে তিনি বলেন তদন্তে হত্যার কোনও প্রমাণ পাওয়া যায়নি।