লড়াইয়ের ১৪ তম দিনেও পাক অনুপ্রবেশকারীদের সঙ্গে ভারতীয় সেনার তুমুল সংঘর্ষ

লড়াইয়ের ১৪ তম দিনেও পাক অনুপ্রবেশকারীদের সঙ্গে ভারতীয় সেনার তুমুল সংঘর্ষ

লড়াইয়ের ১৪ তম দিনেও পাক অনুপ্রবেশকারীদের সঙ্গে ভারতীয় সেনার তুমুল সংঘর্ষকাশ্মীরের কেরান সেক্টরে নিয়ন্ত্রণরেখায় পাক অনুপ্রবেশকারীদের সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর লড়াই আজ ১৪ দিনে পড়ল। শনিবার ফাতেহ-গালি এলাকায় দু`ঘণ্টার ধরে চলা সংঘর্ষে পর চারজন সশস্ত্র জঙ্গির মৃত্যু হয়৷ উদ্ধার হয় ছ`টি AK47 রাইফেল, চারটি পিস্তল এবং কিছু গোলাগুলি৷ পরিস্থিতির খবর নিতে গতকাল কেরানের উপদ্রুত এলাকায় যান ভারতীয় বাহিনীর দুই লেফ্টেন্যান্ট জেনারেল সঞ্জীব চাচরা এবং গুরমিত সিং৷


পরে সে সম্পর্কে কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার কাছে রিপোর্ট দাখিল করেন তাঁরা৷ কেরান সেক্টরে অনুপ্রবেশের ঘটনায় পাক-সেনার মদতের অভিযোগ অবশ্য খারিজ করে দিয়েছে ইসলামাবাদ। রবিবার ওই ঘটনায় পাক যোগাযোগের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন পাকিস্তানের হাইকমিশনার সলমন বশির।





First Published: Monday, October 7, 2013, 09:53


comments powered by Disqus