Last Updated: Tuesday, May 7, 2013, 21:31
নির্বাচনী প্রচারে গিয়ে মঞ্চ থেকে পড়ে গেলেন ইমরান খান। পড়ে গিয়ে মাথায় আঘাত লাগে তাঁর। শুরু হয় রক্তপাত। ইমরানকে ভর্তি করা হয়েছে লাহোরের একটি হাসপাতালে। তাঁর পিঠেও আঘাত লেগেছে বলে জানানো হয়েছে হাসপাতাল সূত্রে। লাহোরের গুলবার্গ এলাকায় আজ নির্বাচনী সভা ছিল পাকিস্তান তেহেরিক ই ইনসাফ পার্টির। সেই সভাতেই আহত হলেন ইমরান।