Last Updated: May 7, 2013 21:31

নির্বাচনী প্রচারে গিয়ে মঞ্চ থেকে পড়ে গেলেন ইমরান খান। পড়ে গিয়ে মাথায় আঘাত লাগে তাঁর। মঞ্চের একেবারে কিনারায় গিয়ে সমর্থকদের উদ্দেশ্যে বক্তৃতা দেবেন, এমন সময় ২০ ফুট উঁচু মঞ্চ থেকে পড়ে যান তিনি।
শুরু হয় রক্তপাত। মাথা থেকে প্রচুর রক্তপাতও হয়েছে তাঁর। হাত ও পায়েও চোট লেগেছে। আশঙ্কাজনক অবস্থায় ইমরানকে ভর্তি করা হয়েছে লাহোরের এক হাসপাতালে। তাঁর পিঠেও আঘাত লেগেছে বলে জানানো হয়েছে হাসপাতাল সূত্রে। লাহোরের গুলবার্গ এলাকায় আজ নির্বাচনী সভা ছিল পাকিস্তান তেহেরিক ই ইনসাফ পার্টির। সেই সভাতেই আহত হলেন ইমরান।
First Published: Tuesday, May 7, 2013, 21:37