Last Updated: Monday, October 31, 2011, 11:04
পার্লামেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন মায়ানমারের কিংবদন্তী নেত্রী আং সাং সুকি। তবে অবশ্যই তাঁর দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি পুনরায় নথিবদ্ধ হওয়ার পর।
দীর্ঘদিন রাজনীতি থেকে দূরে থাকার পর দেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে গুরুত্ব বেড়েছে সু কি-র। জোরদার হয়েছে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা।