Last Updated: Tuesday, June 19, 2012, 16:19
তালিবানদের তরফে প্রাণনাশের হুমকি আসছিল অবিরত। তা সত্ত্বেও মুসলিম মৌলবাদের আঁতুড়ঘর পেশোয়ারে বসেই সঙ্গীত-সাধনা জারি রেখেছিলেন তিনি। মঙ্গলবার তারই মাসুল দিতে হল ঘজালা জাভেদকে। অজ্ঞাতপরিচয় জঙ্গিদের স্বয়ংক্রিয় রাইফেলের গুলিতে ঝাঁঝরা হয়ে গেল জনপ্রিয় এই পাক গায়িকায় দেহ।