Last Updated: Thursday, August 30, 2012, 18:10
বৃহস্পতিবার আত্মপ্রকাশ করল বহু প্রতিক্ষীত এবং বহুল চর্চিত সামসং-এর `ফাবলেট` গ্যালাক্সি নোট-টু। বুধবারই জার্মানির বার্লিনে শুরু হয়েছে
এবছরের আন্তর্জাতিক রেডিও প্রদর্শনী (আইএফএ)। সেখানেই প্রথম দেখা মিলল এই ট্যাবলেট-কাম-ফোন বা ফ্যাবলেটের। দক্ষিণ কোরিও এই
বহুজাতিক সংস্থার নতুন মডেলটিতে রয়েছে ৫.৫ ইঞ্চির ১২৮০ x ৭২০ এএমও এলইডি ডিসপ্লে। সুপারফাস্ট এই ফ্যাবলেটটির প্রসেসর ১.৬
গিগ্স জেড কোয়াড কোরের এক্সিনস ৪৪১২। অন্যান্য মডেলের মতো এতেও থাকছে ১৬, ৩২ এবং ৬৪ গিগা বাইট হার্ডড্রাইভ স্টোরেজ। এই
ফ্যাবলেটের মূল বা পিছনের ক্যামেরাটি বেশ উচ্চমানের। আট মেগাপিক্সেল ক্যামেরাটিতে রয়েছে অটো ফোকাস।