Last Updated: Sunday, July 15, 2012, 18:10
মহানন্দার জলে প্লাবিত হল শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি এলাকা। ভেসে গেছে ৩ টি শিশু। জলমগ্ন প্রায় ৬০০ বাড়ি। হাজার দুয়েক মানুষ ঘরছাড়া। প্রায় একই দৃশ্য জলপাইগুড়ির ধূপগুড়ি ব্লকেও। বৃষ্টিতে নদীর জল ধূপগুড়ি ব্লকেও গৃহহীন বহু মানুষ।