Last Updated: Thursday, February 13, 2014, 15:28
হুগলির শারীরিক প্রতিবন্ধী এক যুবতী এবার গণধর্ষণের শিকার হলেন। ফ্রেব্রুয়ারি মাসের চার তারিখ হুগলির বাগডানাতে বাড়ি ফেরার সময় প্রতিবেশী শেখ নসির ও শেখ কালাম ওই যুবতীকে অপহরণ করে বলে অভিযোগ। হুগলির পুলিস জেলা সুপারিনটেনডেন্ট জানিয়েছেন এরপর ওই দুই ব্যক্তি একটি ফাঁকা বাড়িতে বছর ২৪-এর ওই তরুণীকে নিয়ে গিয়ে গণধর্ষণ করে।