Last Updated: February 13, 2014 15:28

হুগলির শারীরিক প্রতিবন্ধী এক যুবতী এবার গণধর্ষণের শিকার হলেন। ফ্রেব্রুয়ারি মাসের চার তারিখ হুগলির বাগডানাতে বাড়ি ফেরার সময় প্রতিবেশী শেখ নসির ও শেখ কালাম ওই যুবতীকে অপহরণ করে বলে অভিযোগ। হুগলির পুলিস জেলা সুপারিনটেনডেন্ট জানিয়েছেন এরপর ওই দুই ব্যক্তি একটি ফাঁকা বাড়িতে বছর ২৪-এর ওই তরুণীকে নিয়ে গিয়ে গণধর্ষণ করে।
কিছু ব্যক্তি এরপর মেয়েটির চিৎকারে ঘটনাস্থলে পৌঁছালেও ততক্ষণে অভিযুক্তরা পালিয়ে যেতে সক্ষম হয়। নিগৃহীতার বাবা ডানকুনি পুলিস স্টেশনে হত ১০ ফেব্রুয়ারি অভিযোগ দায়ের করেন।
আরও কিছু ব্যক্তিদের সঙ্গে অভিযুক্ত দু`জনকে গ্রেফতার করেছে পুলিস।
অভিযুক্ত ব্যক্তিদের নিয়ে আজ ঘটনাস্থল পর্যবেক্ষণে গেছে পুলিস।
First Published: Thursday, February 13, 2014, 15:28