Last Updated: Tuesday, October 8, 2013, 20:25
প্রত্যাশা মতোই নোবেল জয় করল হিগস-বোসন ওরফে ঈশ্বর-কণা। গতবছর জেনিভার সার্ন গবেষণাগারে লার্জ হ্যাড্রন কোলাইডার যন্ত্রে শনাক্ত হয়েছিল সেই কণার অস্তিত্ব, যার ধারণা প্রথম দিয়েছিলেন বাঙালি বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু। যে কণা না থাকলে, বিশ্বব্রম্ভান্ডে বস্তু হত ভরহীন। থাকত না গ্রহ-নক্ষত্র, পাহাড়-পর্বত এমনকি মানুষও। পিটার হিগস ও ফ্রাঁসোয়া এঙ্গলার্ট শুধুমাত্র গণিত নির্ভর কণার অস্তিত্ব দাবি করেছিলেন। মঙ্গলবার দুই বিজ্ঞানীকে নোবেল পুরষ্কারে সম্মানিত করা হল। কিন্তু উপেক্ষিত থেকে গেলেন সার্নের বিজ্ঞানীরা।