Last Updated: Monday, May 5, 2014, 23:58
সারদা কর্তার স্ত্রী পিয়ালি সেনের অ্যাকাউন্ট থেকে চ্যাঞ্চল্যকর তথ্য পেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বিধাননগররে একটি রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের পিয়ালির অ্যাকাউন্টে দু বছরে শুধু সুদ হিসাবেই জমা পড়েছিল ৩৬ লক্ষ টাকা। সেই সূত্র ধরে সারদার বিপুল অর্থের একাংশের খোঁজ পেল ইডি। পাওয়া গেছে দুই ব্যক্তির নাম। যাদের সঙ্গে ওই অ্যাকাউন্ট থেকে সন্দেহজনক লেনদেন হত।