Polar bear club - Latest News on Polar bear club| Breaking News in Bengali on 24ghanta.com
নতুন বছরের শুরুতেই ডুব দিতে হবে কনকনে ঠাণ্ডা জলে, কোনি আইল্যান্ডের পোলার বিয়ার ক্লাবের আজব ঢঙে বর্ষবরণ

নতুন বছরের শুরুতেই ডুব দিতে হবে কনকনে ঠাণ্ডা জলে, কোনি আইল্যান্ডের পোলার বিয়ার ক্লাবের আজব ঢঙে বর্ষবরণ

Last Updated: Friday, January 3, 2014, 14:18

নতুন বছরের শুরুতে কনকনে ঠান্ডা জলে ডুব দিতে হবে। ১৯০৩ সাল থেকে এভাবেই বর্ষবরণ উৎসবে মাতে নিউ ইয়র্কের কোনি আইল্যান্ড পোলার বিয়ার ক্লাব। ক্লাবের সদস্য সংখ্যাও লাফিয়ে লাফিয়ে বাড়ছে প্রতিবছর। মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল। নতুন বছরকে বরণ করে নিতে জড়ো হয়েছেন কয়েক হাজার মানুষ।