Police SP - Latest News on Police SP| Breaking News in Bengali on 24ghanta.com
চাপে পড়ে হাবড়া কাণ্ডে তৎপর পুলিস, জিজ্ঞাসাবাদ করা হল তৃণমূল বিধায়ককে

চাপে পড়ে হাবড়া কাণ্ডে তৎপর পুলিস, জিজ্ঞাসাবাদ করা হল তৃণমূল বিধায়ককে

Last Updated: Thursday, April 3, 2014, 10:31

চাপে পড়ে হাবড়াকাণ্ডে শেষপর্যন্ত তত্পর হল পুলিস। বুধবার অশোকনগর থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হয় তৃণমূল বিধায়ক ধীমান রায়কে। বিডিও দীনবন্ধু গাইনের অফিসে গিয়ে তাঁর বিবৃতিও রেকর্ড করে পুলিস। সূত্রের খবর, আজ আত্মসমর্পণ করতে পারেন অভিযুক্ত বিধায়ক ধীমান রায়। বিডিও নিগ্রহকাণ্ডে মূল অভিযুক্ত হলেও ঘটনার পর থেকে একবারও পুলিসের মুখোমুখি হতে হয়নি তৃণমূল কংগ্রেস বিধায়ক ধীমান রায়কে।