চাপে পড়ে হাবড়া কাণ্ডে তৎপর পুলিস, জিজ্ঞাসাবাদ করা হল তৃণমূল বিধায়ককে

চাপে পড়ে হাবড়া কাণ্ডে তৎপর পুলিস, জিজ্ঞাসাবাদ করা হল তৃণমূল বিধায়ককে

চাপে পড়ে হাবড়াকাণ্ডে শেষপর্যন্ত তত্পর হল পুলিস। বুধবার অশোকনগর থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হয় তৃণমূল বিধায়ক ধীমান রায়কে। বিডিও দীনবন্ধু গাইনের অফিসে গিয়ে তাঁর বিবৃতিও রেকর্ড করে পুলিস। সূত্রের খবর, আজ আত্মসমর্পণ করতে পারেন অভিযুক্ত বিধায়ক ধীমান রায়। বিডিও নিগ্রহকাণ্ডে মূল অভিযুক্ত হলেও ঘটনার পর থেকে একবারও পুলিসের মুখোমুখি হতে হয়নি তৃণমূল কংগ্রেস বিধায়ক ধীমান রায়কে।

দলের শীর্ষনেতাদের হাত ছিল বলেই কি পার পেয়ে যাচ্ছিলেন অশোকনগরের বিধায়ক?

গত কয়েকদিনে এনিয়ে বিতর্ক কয়েকগুণ বেড়ে যাওয়ায় বুধবার অবশেষে পুলিসি জেরার মুখে পড়লেন ধীমান রায়। শোনা যাচ্ছে, প্রশাসনের সর্বোচ্চ মহলের নির্দেশে এই ব্যবস্থা। অশোকনগর থানার আইসি সঞ্জীব সেনাপতি নিজে বিধায়কের সঙ্গে দেখা করে তাঁকে থানায় আসতে বলেন। সন্ধেয় সাত-আট জন তৃণমূল কর্মীকে সঙ্গে নিয়ে থানায় যান অভিযুক্ত বিধায়ক। এই ঘটনায় তাঁর বক্তব্য কী, তা রেকর্ড করে পুলিস। চলে একপ্রস্থ জেরা। তবে সূত্রের খবর, মায়ের অসুস্থতার কারণ দেখিয়ে বেশিক্ষণ থাকতে অস্বীকার করেন ধীমান রায়।
এর আগে, হাবড়া-দুই-এর বিডিও দীনবন্ধু গাইনের অফিসে গিয়ে তাঁর বিবৃতিও রেকর্ড করে পুলিস।

শোনা যাচ্ছে, দুটি রিপোর্টই নবান্নে পাঠানো হবে। আপাতত পরবর্তী নির্দেশের অপেক্ষায় জেলা পুলিস। উড়িয়ে দেওয়া হচ্ছে না বিধায়কের আত্মসমর্পণের সম্ভাবনা।

First Published: Thursday, April 3, 2014, 10:31


comments powered by Disqus