Last Updated: Saturday, January 12, 2013, 19:37
অল্পের জন্য স্বপ্নভঙ্গ হল বাংলার ক্রীড়াআকাশের উজ্জ্বল নক্ষত্র পৌলমী ঘটকের। জাতীয় টেবল টেনিসে রেকর্ড সংখ্যাক চ্যাম্পিয়ন হওয়ার কীর্তি গড়া হল না পৌলমীর। শনিবার ছত্তিশগড়ে জাতীয় টেবল টেনিসের ফাইনালে পৌলমী হেরে গেলেন। জাতীয় টিটিতে সাতবারের চ্যাম্পিয়ন পৌলমীর সামনে সুযোগ ছিল এবার খেতাব জিতে ইন্দুপুরির রেকর্ড ছোঁয়া। ইন্দুপুরি সবচেয়ে বেশিবার (আটবার) জাতীয় টেবল টেনিসে চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড গড়েন। এবার জিতলে ইন্দুপুরির সেই রেকর্ড ছুঁতেন টালিগঞ্জের বাসিন্দা পৌলমী।