Last Updated: Monday, February 24, 2014, 22:43
মদ্যপান বেআইনি নয়। তাই সুপার স্পেশালিটি হাসপাতাল এসএসকেএমের মতো শিক্ষা প্রতিষ্ঠানের হস্টেলে ছাত্ররা নিজস্ব ঘরে মদ খেতেই পারেন। মাদক কাণ্ডে এক ইন্টার্নের মৃত্যুর পর ছাত্রদের হয়ে এই সাফাই দিলেন খোদ হাসপাতালের ডিরেক্টর প্রদীপ মিত্র।