মাদক কাণ্ডে ইন্টার্নের মৃত্যুর পর হস্টেলে মদ্যপান নিয়ে সাফাই গাইলেন এসএসকেএমের ডিরেক্টর

মাদক কাণ্ডে ইন্টার্নের মৃত্যুর পর হস্টেলে মদ্যপান নিয়ে সাফাই গাইলেন এসএসকেএমের ডিরেক্টর

মাদক কাণ্ডে ইন্টার্নের মৃত্যুর পর হস্টেলে মদ্যপান নিয়ে সাফাই গাইলেন এসএসকেএমের ডিরেক্টরমদ্যপান বেআইনি নয়। তাই সুপার স্পেশালিটি হাসপাতাল এসএসকেএমের মতো শিক্ষা প্রতিষ্ঠানের হস্টেলে ছাত্ররা নিজস্ব ঘরে মদ খেতেই পারেন। মাদক কাণ্ডে এক ইন্টার্নের মৃত্যুর পর ছাত্রদের হয়ে এই সাফাই দিলেন খোদ হাসপাতালের ডিরেক্টর প্রদীপ মিত্র।

এসএসকেএমে ইন্টার্ন ছাত্রের মৃত্যুর ঠিক একদিন পর এই ছবিই উঠে আসে ২৪ঘন্টার ক্যামেরায়। এই ছবিতে অস্বস্তিতে পড়ে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে ছাত্রদের এই কাজের জন্য বিন্দুমাত্র চিন্তিত নন ডিরেক্টর। উলটে তাঁর যুক্তি, হাসপাতালের হস্টেলে মদ্য পান কেনোভাবেই বেআইনি নয়।

এই নেশার আসরকে গ্রিন সিগনাল দিয়ে ডিরেক্টরের যুক্তি সাবালকদের এই ফুড হ্যাবিট থাকতেই পারে।

First Published: Monday, February 24, 2014, 22:43


comments powered by Disqus